প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান দেখে কিছুটা স্বস্তি নতুন কোচের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।।অবশেষে রানে ফেরার আভাষ দিলেন ব্যাটসম্যান-‌রা। যা স্বস্তি জোগালো কোচ ভাস্কর পিল্লাইকে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪ ব্যাটসম্যান অর্ধশতরান করলেন। এছাড়া দুজন ব্যাটসম্যান ৪০ রানের গন্ডি পার হলেন। তার উপর মারকুটে ব্যাটসম্যান উদীয়ান বসু-‌র ঝড়ো অর্ধশতরান বাড়তি উৎসাহ জোগালো কোচকে। শেষ বছর অনেকটা চতুরতার সঙ্গে উদীয়ানকে ত্রিপুরা দল থেকে ছাটাই করেছিলেন আগের কমিটির কর্তারা। এদিনের পারফরম্যান্স বিজয় হাজারে ট্রফির আগে ভাবনায় ফেলে দিলেন নির্বাচকদের। এদিনের ম্যাচে সম্রাট সিনহা, দীপক খাত্রি, বিক্রম কুমার দাস এবং উদীয়ান বসু অর্ধশতরান করেছেন। এর মধ্যে উদীয়ান ৩৯ বল খেলে ৬৩ রান করে টিম ‘‌বি’ কে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন।‌ এম বি বি স্টেডিয়ামে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে টিম ‘‌এ’ নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করে। দলের পক্ষে পেশাদার ক্রিকেটার দীপক ক্ষাত্রী ৩৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ (‌অপ:‌), সম্রাট সিনহা ৮৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৪, শুভম ঘোষ ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌৪৪ এবং সুদীপ চ্যাটার্জি ৪৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। টিম ‘‌বি’র পক্ষে অভিজিৎ চক্রবর্তী (‌২/‌৪৪) এবং সুভাষ চক্রবর্তী (‌২/‌৫৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে উদীয়ান বসু-‌র ঝড়ো অর্ধশতরানে টিম ‘‌বি’ ৩৪.‌৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে উদীয়ান ৩৯ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ৬৩,বিক্রম কুমার দাস ৭৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ (‌অপ:‌), রজত দে ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪৪ এবং মণিশঙ্কর মুড়াসিং ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ৩৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। টিম ‘‌এ’র পক্ষে তুষার সাহা (‌২/‌৩০)‌‌ সফল বোলার।