উদয়পুরে রাজভিত্তিক সাঁতার শুরু শনিবার থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। উদয়পুর সুইমিং পুলে এখন সাজো সাজো রব। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। শেষ তুলির টানটুকুও উদ্যোক্তারা ২৪ ঘন্টা আগে সেরে নিতে চাইছেন। উদয়পুরে বিমল সিনহা স্মৃতি সুইমিং পুলে আগামী পাঁচ নভেম্বর, শনিবার থেকে রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী আসরের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর। রাজ্যভিত্তিক এই আসরকে সামনে রেখে গোমতী জেলার ক্রীড়া দপ্তরে বুধবার এক সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পুরসভার চেয়ারম্যান শীতল মজুমদার,  সংগঠনিক সম্পাদক দীপনারায়ন কর প্রমূখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সারা রাজ্য থেকে বিশেষ করে আটটি জেলা ও দুটি ইউনিট তথা ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিট থেকে মোট ১৩০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে আসবে বলে জানানো হয়েছে। রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করবেন রাজ্যের কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া, কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। ৩০ তম রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।