অনুপ্রবেশ ভেস্তে দিয়ে ফের জঙ্গি নিকেশ করল বাহিনী, পুঞ্চে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

জম্মু, ৩ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদীদের বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিয়ন্ত্রণরেখার কাছে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। জম্মু (প্রতিরক্ষা) পিআরও জানিয়েছেন, দু”টি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল ও অন্যান্য লড়াইয়ের সামগ্রী উদ্ধার হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর। তৎক্ষণাৎ বাহিনী গুলি চালায়, এরপর সন্ত্রাসবাদীরাও গুলি চালায়। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এরপর অন্য জঙ্গিরা প্রতিবেশী দেশে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।