নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বড়জলা চন্ডী ঠাকুরপাড়ায় বাইক সহ আটক কুখ্যাত চোর৷ চোরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বড়জলা চন্ডী ঠাকুরপাড়ায় বাইক সহ আটক কুখ্যাত চোর৷ বুধবার সকাল ৮:৩০ মিনিটে আটক করা হয় ভাই চোরকে৷ তাতে উত্তম মাধ্যম দিয়ে দিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা হয়ে রাস্তায়৷ খবরে প্রকাশ বড়জলা চন্ডী ঠাকুর পাড়ে সাগর দেববর্মাব বাইক চুরি করে নিয়ে পালিয়ে যায় সোমবার রাতে পরিমল চৌমুনি এলাকার কুখ্যাত চোর অসীম দেবনাথ৷ সোমবার থেকে সাগর দেববর্মা ও তার পরিবারের লোকজন চুরি হয়ে যাওয়া বাইকটি খুঁজতে থাকেন৷ পাশাপাশি বিশ্রামগঞ্জ থানায় একটি চুরির মামলাও দায়ের করেন৷ মঙ্গলবার সেই বাইক সহ চোর অসীম দেবনাথকে এলাকাবাসী দেখতে পায়৷ চিৎকার শুরু করতে বাইক সহ চোরকে আটক করার জন্য চেষ্টা করেন এলাকার মানুষজন৷ কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর অসীম দেবনাথ৷ বুধবার সকালবেলায় বিশালগড় পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় সেই বাইক সহ চোর অসীম দেবনাথকে আটক করে নিয়ে আসা হয় চন্ডী ঠাকুর পাড়ায়৷ উত্তম মাধ্যম দিয়ে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ বিষামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সম্বিক পাল সহ ন্ঠ জোয়ানরা ঘটনা স্থলে ছুটে এসে উত্তেজিত জনতার হাতে আটক অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা চোরকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়৷ এলাকাবাসী চোরের মুখ থেকে জানতে চায় তার এই ঘটনার পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে৷ কিন্তু চোরের মুখ থেকে একটি কথাও বের হয়নি৷ অবশেষে সাগর দেববর্মা তার পালসার বাইকটি ফিরে পায়৷ পুরো ঘটনাটি জানিয়েছেন বাইকের মালিক সাগর দেববর্মা সহ এলাকাবাসী৷
2022-11-02