রইস্যাবাড়িতে প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  জোড়া খুনের রেশ  শেষ হতে না হতে আবারো এক নাবালক খুন৷ গত ২২শে অকটোবর রইস্যাবাড়িতে দুই মহিলা খুন হয়েছিল৷ তার রেশ শেষ না হতে রইস্যাবাড়ি থানার অন্তগর্ত রতন নগর অশ্বিনী রোয়াজা পাড়ার কার্তিক জয় এিপুরা পিতা যতন জয় এিপুরা,  বিকাল চারটা সময় বাড়ির পাশে ধান ক্ষেতে উত্তরাঙ্গা (মাটির নিচে থাকা এক ধরেনে পুকা) তুলতে যান৷
 উওরাঙ্গা তুলার সময় ক্ষেতে থাকা চন্দ্র জয় এিপুরা  নাবালককে দেখে রাগে ছুটে আসে এবং বলে না  তুলতে৷ কার্তিককথা না শুনে তুলতে থাকায়৷ কার্তিকের হাত থেকে দা কেড়ে নিয়ে তার গলায় কুপ বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে কার্তিক জমিতে লুটিয়ে পড়ে৷ খবর পেয়ে অশ্বিনী রোয়াজা পাড়ার এলাকাবাসী ছুটে আসেন এবং রতন নগর টিএসআর ক্যাম্পে খবর দেওয়া হলে টি এস আর ছুটে আসে এবং রসিয়াবাড়ী থানায় খবর দেয়৷
খবর পেয়ে ছুটে যান থানার ওসি চৈতন্য রিয়াং গন্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত মহাকুমার পুলিশ আধিকারীক বাপ্পি দেববর্মা৷ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে মর্গে নেওয়া আসা হয়৷ রতন নগর টিএসআর জওয়ানরা চন্দ্র জয় ত্রিপুরাকে ধরতে সক্ষম হয়৷ চন্দ্র জয় ত্রিপুরাকে টিএসআর ক্যাম্পে রাখা  হয়৷ পরে পুলিশের হাতে দেয়া হয়৷ ১১ বছরের নাবালক কার্ত্তিকের মৃত্যুতে রতন নগর এলাকা জুড়ে  শোকের ছায়া  নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *