বিলাসপুর, ২ নভেম্বর (হি.স.) : বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে। হিমাচল প্রদেশের বিলাসপুরের জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার একটি জনসভায় নাড্ডা বলেছেন, দেশের স্বাধীনতার ৭০ বছর হয়ে গিয়েছে, আপনারাও দেখেছেন এবং আমরাও দেখেছি, কে আপনাদের কথা ভাবত? আগে গ্রীষ্মের মরসুমে রাজনৈতিক পর্যটনের জন্য এখানে আসতেন প্রধানমন্ত্রী, কখনও রাজ্যের কথা চিন্তা করেননি। কিন্তু, এখন আপনাদের প্রতিটি ডাকে প্রধানমন্ত্রী চলে আসেন।”
জে পি নাড্ডা আরও বলেছেন, এখন বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। আমরা ১০০টি দেশে ভ্যাকসিন দিয়েছি। ৪৮টি দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমান ভারত গ্রহণকারী নয়, দাতা হয়ে উঠেছে। নাড্ডা আরও বলেছেন, ১০ বছর ধরে সোনিয়া গান্ধীজির সরকার ছিল, অথচ অটল টানেল মাত্র ১৩০০ মিটারই হয়েছিল। কেন্দ্রে মোদীজির সরকার আসার ৩ বছরের মধ্যেই ১০ কিলোমিটার সুড়ঙ্গ করে উন্নয়নের নতুন গল্প লেখা হয়েছে। নাড্ডা আরও বলেছেন, জেএনইউতে যখন স্লোগান উঠেছিল, ‘আফজাল আমরা লজ্জিত, তোমার খুনিরা বেঁচে আছে’। যারা এই স্লোগান তুলেছিলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীজি। আর এখন তাঁরাই ভারত জুড়তে নেমে পড়েছেন।