তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে বাঁশ বোঝাই একটি ট্রাক থেকে প্রায় এক কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।
তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, আজ বুধবার সকালে আগরতলা থেকে এইচপি ১৭ ই ৭১১৩ নম্বরের বাঁশ বোাঝাই একটি ট্রাক অসমের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে ট্রাকে তালাশি চালিয়ে বাঁশের নীচ থেকে মোট ১১৯ প্যাকেটে প্রায় ১২ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজার মূল্য অনুমানিক এক কোটি টাকার মতো হবে বলে জানান ওসি চক্রবর্তী। গাঁজা পাচারের অভিযোগে পঞ্জাবের বাসিন্দা শের সিং নামের ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় তেলিয়ামুড়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।