খঞ্চি স্পোর্টস এন্ড সোশ্যাল সার্ভিসে ১৫ তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর, ১ নভেম্বর (হি. স.) : খঞ্চি স্পোর্টস এন্ড সোশ্যাল সার্ভিস সারা বছর সমাজসেবা মূলক কাজ করে থাকেন। তারা বছরে একবার নয় দুই থেকে তিনবার রক্তদান শিবির করেন পুজো অনুষ্ঠানের মধ্যে রয়েছে রক্তদান শিবির রয়েছে বিনা ব্যয় চিকিৎসা, সঙ্গে ঔষধ প্রদান, চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ, এবং দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান। সেই সঙ্গে সারা বছর ধরে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন

খঞ্চি ক্লাব দীর্ঘদিনের পুরানো ক্লাব । ১৫ বছর হল এই জগদ্ধাত্রী পূজা ব্রতি হয়েছেন পুজোতে থাকবে বড় বড় শিল্পী সমন্বয় বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে মেলা। উদ্বোধন অনুষ্ঠানে থাকবে পশ্চিমবঙ্গ বিধানসভার নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ণাঢ্য শোভাযাত্রা নদীয়ার কীর্তনীয়ারকে নিয়ে। সঙ্গে আলোর রোশনাই ভরে উঠবে খঞ্চি স্পোর্টস এন কালচার এর মাঠ।
ক্লাব সম্পাদক রাজ কুমার দাস জানান এই ১৫ বছর আমরা জগদ্ধাত্রী পূজা করছি। এবারে আমাদের নানা সামাজিক কাজকর্মের সঙ্গে থাকবে বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, থাকবে রক্তদান শিবির, এছাড়া ও সারা বছর আমরা ফুটবল টুর্নামেন্ট, মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, লকডাউনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, লাইব্রেরী এবং জল দান সারা বছর। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইলা তৈরি এই পূজা মন্ডপ রাজস্থানের ঘরনায় এক লোকসংস্কৃতির মঞ্চ। মন্দিরের আদলে একটি থিম টি সুসজ্জিত করা হয়েছে । মানুষ যাতে দেখে মনোরঞ্জন করতে পারেন সেভাবে এই থিমটি করা হয়েছে।সঙ্গে থাকবেন বিশিষ্ট চিত্র অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী (বুম্বা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *