রাজধানী আগরতলায় ম্যাক্স গাড়ি চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার

রাজধানী আগরতলায় ম্যাক্স গাড়ি চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷  চুরি হওয়া ম্যাক্স গাড়ি কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল অরুন্ধতী নগর থানার পুলিশ৷ রাজধানী আগরতলা শহরের ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে গতকাল রাতে এই ম্যাক্স গাড়িটি চুরি হয়েছিল৷
রাজধানীর আগরতলা শহরের অরুন্ধতিনগর থানা এলাকার  ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে গতকাল রাতে কোন এক সময়ে একটি ম্যাচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা৷ গাড়ির মালিক আজ সকালে ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে অরুন্ধতীনগর থানায় গিয়ে এ ব্যাপারে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন৷ গাড়ির মালিকের নাম ক্ষিতীশ দাস৷ তিনি জানান অন্যান্য দিনের মতোই গাড়িটি তার গাড়ির চালাকের বাড়িতেই ছিল৷ কখন চোরেরা এই গাড়িটি চালকের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ তবে গাড়ি চুরির ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই অরুন্ধতীনগর থানার পুলিশ অভিযানে নামে৷ কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ বোধজং নগর  থানার লাড্ডু চৌমুহনীর এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সেখানে গাড়িটি পার্কিং করা অবস্থায় ছিল৷ এ ব্যাপারে বোধজং নগর থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷  এদিকে অরুন্ধতীনগর থানার পুলিশ জানিয়েছে স্মার্ট সিটির ক্যামেরাগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়িটিকে বা কারা কখন কিভাবে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে৷ শীঘ্রই এ ব্যাপারে পুলিশ যাবতীয় তথ্য পাবে বলে দৃঢ় প্রত্যয় করেছে৷
রাজধানীর আগরতলা শহর এলাকা থেকে গাড়ি চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ শহর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অনেকে প্রশ্ণ তুলেছেন৷ শহর ও শহরতলী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহর তুলেসহ রাজ্যের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই এর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে জনমনে নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷