রাজ্য ক্রিকেটের উন্নয়নে টিসিএ-র এপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কাউন্সিল-এর বৈঠকে আজ, মঙ্গলবার বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রথমত, রাজ্য সিনিয়র পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে ভাস্কর পিল্লাইয়ের সঙ্গে টিসিএ-র চুক্তি হতে যাচ্ছে। মহিলা ক্রিকেটের উন্নতিকল্পে বিশেষ করে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে যে আবাসিক হোস্টেলটি হতে যাচ্ছে সেটি মহিলা ক্রিকেটারদের হোস্টেলে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই আয়োজিত কোচবিহার ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ আগামী ৫ নভেম্বর থেকে আগরতলায় অনুষ্ঠিতব্য জাতীয় আসর নিয়েও প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানানো হয়েছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে কোচ ভাস্কর পিল্লাই-এর সঙ্গে কত টাকার চুক্তি এবং তার প্রেক্ষাপটে বর্তমান কোচ ও মেন্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঋদ্ধিমান সাহার ভূমিকা প্রসঙ্গে টিসিএ-র যথাযথ উত্তর – সমস্ত কিছুই হচ্ছে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে‌। টিসিএ-র কার্যক্রম প্রচার মাধ্যমে আনার বিষয়ে তথ্যপ্রযুক্তি সেক্টরকে আরো উন্নত করা বিশেষ করে আপডেটেড করার ব্যাপারে অতি শীঘ্রই টিসিএ উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এমবিবি স্টেডিয়ামে নৈশকালীন ম্যাচ আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ গ্রহণ করতে টিসিএ আগ্রহী বলে উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়েছে। আগরতলায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের ম্যাচগুলো যথাযথ কাভারেজের বিষয়েও টিসিএ-র পক্ষ থেকে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে টিসিএ-র বর্তমান নির্বাচিত কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ শীঘ্রই বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে টিসিএ-র সভাপতি তপন লোধ, সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, সহ-সচিব জয়ন্ত দে, এপেক্স কাউন্সিল সদস্য অলক ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।