বালুরঘাট, ৩১ অক্টোবর (হি.স.): বালুরঘাটে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি মোকাবিলায় পথে নামল বালুরঘাট পুরসভা। সোমবার পুরসভার উপ-পুরপ্রধান সহ পৌরধ্যক্ষ পরিষদের সদস্য কাউন্সিলাররা ডেঙ্গু সচেতনতার প্রচারে নামেন। পাশাপাশি, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজের হাতে মশা নিরোধক স্প্রে করে মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করেন।
চলতি বছরে এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৫০০ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। বালুরঘাট শহরেই বর্তমানে পাঁচজন সক্রিয় ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে। যদিও প্রশাসনের তরফে জানা গিয়েছে বেশিরভাগ রোগী পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁরা ডেঙ্গি আক্রান্ত হয়ে শহরে ফিরেছেন। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুর প্রশাসন। যেসব জায়গায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে তা নিষ্কাশনের ব্যবস্থা করছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি, আগামীতে মশার বংশবিস্তার রোধে গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। এদিন পুরসভার স্বাস্থ্য বিভাগ ও স্যানিটারি বিভাগের কর্মীরা সচেতনতার প্রচারে উপস্থিত ছিলেন। স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার মহেশ পারখ ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপুলকান্তি ঘোষ স্প্রে মেশিন এদিন কাঁধে তুলে নেন। পুরসভার কর্মীদেরও নিয়মিত বিভিন্ন এলাকার নর্দমায় মশা নিরোধক স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে উপ-পুরপ্রধান প্রদীপ্তা চক্রবর্তী বলেন, ‘রিপোর্ট অনুযায়ী বালুরঘাট শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। তাই সংক্রমণে লাগাম টানতে শহরের একে গোপালন কলোনি থেকে স্প্রে করার কাজ শুরু হয়েছে। আগামীতে শহরের ২৫টি ওয়ার্ডেই স্প্রে করা হবে। প্রতিনিয়ত জঞ্জাল সাফাই চলছে।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলাশাসক বিজীন কৃষ্ণা বলেন, ‘ডেঙ্গির প্রকোপ বাড়ায় পুরসভা, ব্লক, স্বাস্থ্য দপ্তর সকলকেই সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। আপাতত অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।