সানফ্রান্সিসকো, ৩১ অক্টোবর (হি.স.): এবার থেকে টুইটারের ইউজার ভেরিফিকেশন পিছুও প্রতি মাসে নির্দিষ্ট মূল্য দিতে হতে পারে। আমেরিকার সময় অনুযায়ী রবিবার একটি টুইট করে এমনটাই জানালেন মাইক্রোব্লগিং সাইটটির নয়া কর্ণধার এলন মাস্ক। এতদিন বেশি ফলোয়ারযুক্ত ব্যবহারকারীর ভেরিফিকেশন হলে অন্যান্য বেশিরভাগ সামাজিক মাধ্যমগুলির মতোই ব্লু টিক পেত অ্যাকাউন্টগুলি।
কিন্তু এখন থেকে সেই ব্লু টিক বজায় রাখার জন্য মাসে ৪.৯৯ মার্কিন ডলার দিতে হবে ব্যবহারকারীদের। টুইটার নিজস্ব গ্রাহকের অ্যাকাউন্ট পরিচয় যাচাই করার পরে যে নীল চেক মার্ক দেয় তার জন্য চার্জ নেওয়ার কথা ভাবছে বলে মনে করা হচ্ছে। ভেরিফাই প্রক্রিয়া সংশোধন করার পথে হাঁটছে টুইটার, কী পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে কোনও বিশদ বিবরণ না দিয়ে টুইটে মাস্ক জানিয়েছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া এখনই সংশোধন করা হচ্ছে’।