নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী কৈলাশহরে যথাযোগ্য মর্যাদায় পালন করল কৈলাসহর কংগ্রেস৷ প্রথমে কৈলাশহর জেলা কংগ্রেস ভবনে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্গ অর্পণ করা হয়৷ পরবর্তী সময় কৈলাশহর পাইতুর বাজার ট্রাই জংশনে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা কংগ্রেসের সম্পাদক তপন দাস সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব৷ পরবর্তী সময় পাইতুরবাজারে এক পথ সভায় মিলিত হয়৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দ্রু ভট্টাচার্য , ব্লক কংগ্রেস সভাপতি আশীশ সেনগুপ্ত, কৈলাসহর সিটি কংগ্রেস সভাপতি চন্দন দত্ত সহ অন্যান্যরা৷
2022-10-31

