মোরবি, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। একইসঙ্গে সেতু ভেঙে পড়ার ঘটনায় অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। সোমবার সকালে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নিজেই একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। তদন্ত চলছে।”
সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হর্ষ সাংভি। তিনি আরও জানান, “একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রেঞ্জ আইজিপি-র নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।” উদ্ধারকাজ সম্পর্কে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সকলেই সারারাত কাজ করেছেন। নৌবাহিনী, এনডিআরএফ, বায়ুসেনা এবং সেনাবাহিনী দ্রুত পৌঁছেছে।” এদিকে, সেতুর রক্ষণাবেক্ষণ এবং ম্যানেজমেন্ট সংস্থাগুলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৮ (অপরাধমূলক হত্যার চেষ্টা) এবং ১১৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ উঠছে, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সঙ্কেত নেওয়া হয়নি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। যে ঝুলন্ত সেতুটি ভেঙে পড়েছে, তা সংস্কারের পর কিছু দিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেতু ফের চালু হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়। সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর তা খোলা হয়।