মুর্শিদাবাদ, ৩১ অক্টোবর (হি. স.) : টাকা দিয়েও চাকরি না পেয়ে লালগোলায় যুবক আত্মঘাতী বলে অভিযোগ উঠেছিল। প্রতিবাদে সোমবার ডিওয়াইএফআইয়ের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে বহরমপুরে।
প্রাথমিকের চাকরিপ্রার্থী প্রয়াত আব্দুর রহমানের মৃত্যুতে বিচার চাই। এই দাবিকে সামনে রেখে বহরমপুরে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করেছিল ডিওয়াইএফআই। পুলিশি বাধায় তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অবস্থান এতেই ক্ষান্ত না হয়ে তাঁরা বাঁশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা করা হয়। পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উভয়ের মধ্যে বচসা বাধে, শুরু হয় ধস্তাধস্তি। তারই জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বহরমপুরে।
এ দিন মিছিল আটকালে পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি হয় ডিওয়াইএফআই কর্মীদের। বহরমপুর টেক্সটাইল মোড় আদতে রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
প্রসঙ্গত, জুন মাসে, শহিদ মিনার চত্বর থেকে, এভাবেই এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দিয়েছিল পুলিশ। সম্প্রতি সল্টলেকে, টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরও, মাঝরাতে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, নবান্ন যেতে চেয়ে পুলিশের বাধার মুখে পড়েন ২০০৯ সালের, দক্ষিণ ২৪ পরগনার, প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা।
হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে। সবমিলিয়ে শিক্ষক নিয়োগ ঘিরে রাজ্যের পরিস্থিতি নিয়ে শাসকদলকে ক্রমাগত নিশানা শানাচ্ছে বিরোধীরা। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর কথায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।