ম্যানিলা, ৩১ অক্টোবর (হি.স.): ফিলিপিন্সে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোতে, সেখানে বৃষ্টিজনিত ভূমিধসের কারণে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ৬৯ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ৬৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। বাংসামোরো অঞ্চলে ৫৩ জন মারা গিয়েছেন, ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন। বৃষ্টি ও ভূমিধসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ঝড়ের দাপট ও বৃষ্টিতে বিগত এক সপ্তাহ ধরে বিপর্যস্ত ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্ত।