সর্দার প্যাটেল জন্মবার্ষিকীতে জাতীয় প্রতিবন্ধী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

লখনউ, ৩১ অক্টোবর (হি.স.) : সোমবার একানা স্টেডিয়ামে জাতীয় প্রতিবন্ধী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি অনেক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এদিন তিনি ব্যাটসম্যান হিসেবেও কয়েকটি বল মোকাবেলাও করেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, আমি ভারতের প্রজাতন্ত্রের লৌহমানব সর্দার প্যাটেলকে প্রণাম করি। আজ তাঁর জন্মবার্ষিকী পালন করছে গোটা দেশ। সকাল থেকেই চলছে নানা কর্মসূচি। রাজ্যের সব জেলায় চলছে ঐক্যের দৌড়। প্রশাসন, শিশুরা সবাই অংশগ্রহণ করছে। এই উপলক্ষে এখানকার একানা স্টেডিয়ামে চলছে দিব্যাঙ্গজন টুর্নামেন্ট। এজন্য আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিটি নাগরিকের জন্য প্রকল্প শুরু করেছেন। সবকা সাথ, সবকা বিকাশ সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যেক নাগরিকের অধিকার। কোনও ধরনের বৈষম্য করা চলবে না। দিব্যাঙ্গজনদের চাকরিতে তাদের কোটাও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এই টুর্নামেন্টে অনেক দল অংশ নিচ্ছে। অনেক প্রতিষ্ঠান এই কর্মসূচির সঙ্গে যুক্ত। আমি এই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপা মালিককে ধন্যবাদ জানাই। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তিনিই প্রথম প্যারালিম্পিক খেলোয়াড় যিনি পদক জিতেছেন। আগামী সাত দিনের জন্য, লখনউবাসীরা এখানে খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ পাবে।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য করতে হবে যে দিব্যাঙ্গজন সমস্ত অসুবিধা লড়াই করে এখানে পৌঁছেছেন। ভক্তি যুগের ঋষি অষ্টবক্র এবং সুরদাসজী ভারতের ইতিহাসে উদাহরণ, যাঁরা উপনিষদ, জ্ঞান ও ভক্তির পথ দেখিয়েছেন। বিশ্বে পদার্থবিদ্যার কথা উঠলেই উঠে আসে স্টিফেন হকিংয়ের নাম। বর্তমানে, আমরা উত্তর প্রদেশের ১০ লক্ষ দিব্যাঙ্গজনকে বার্ষিক ১২ হাজার পেনশন দিচ্ছি এবং প্রয়োজনের ভিত্তিতে তাদের কৃত্রিম অঙ্গও দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী গিরিশ চন্দ্র যাদব এবং অন্যান্য নেতা ও কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *