দার্জিলিঙয়ে খাদে গাড়ি পড়ে মৃত অন্তত ৩, আহত আরও ৫ জন

দার্জিলিং, ৩১ অক্টোবর (হি.স.): দার্জিলিঙয়ের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার বিকেল ৩টা ৪০ নাগাদ সিপাইধুরার কাছে লোয়ার চৈতয়পানির এই দুর্ঘটনায় গুরুতর জখম আরও পাঁচজন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আট জন যাত্রী নিয়ে ছোটগাড়িটি শিলিগুড়ি থেকে পাচিয়াং সোনাদার দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নীচে খাদে পড়ে যায়। আটজন যাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কার্শিয়াংয়ের এসডিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।