আজ জিতলেই কার্যত সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত

পারথ, ৩০ অক্টোবর (হি.স.): আজ রবিবার পারথে টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। প্রথমে পাকিস্তান, তারপর নেদারল্যান্ডস। টানা দুটো ম্যাচে জিতে টিম ইন্ডিয়া এখন আত্মবিশ্বাসে ফুটছে। পারথে প্রোটিয়াদের হারালেই সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতের। দু ম্যাচে চার পয়েন্ট পেয়ে সুপার ১২ গ্রুপ ২-তে এখন শীর্ষে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলে বাকিদের ধরাছোঁয়ার অনেকটাই বাইরেই চলে যাবেন রোহিতরা। এই গ্রুপে এখন ভারতের (২ ম্যাচে ৪ পয়েন্ট) পিছনে আছে জিম্বাবোয়ে (৩ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২),পাকিস্তান (০), নেদারল্যান্ডস (০)।

এদিন পারথে সবার নজর বিরাট কোহলির দিকে। টানা দুটো ম্যাচে অসাধারণ খেলেছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ৮৩ রানের অপরাজিত ইনিংসের মুগ্ধতায় এখনও বুঁদ ক্রিকেট বিশ্ব। প্রোটিয়াদের বিরুদ্ধেও বিরাটের ব্যাটে বড় রানের দিকে তাকিয়ে সবাই। আজ আবার বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। এদিন ২৮ রান করলেই টি-২০ বিশ্বকাপের সর্বাধিক রানসংগ্রহকারী হওয়ার রেকর্ড গড়বেন বিরাট।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আর্শদীপ সিং।