ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। ৪ দলীয় আসর হবে পানিসাগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে। আগামীকাল হবে নৈশালোকে দুটি সেমিফাইনাল ম্যাচ। দুই ম্যাচের বিজয়ী দল ৩১ অক্টোবর খেলবে ফাইনাল ম্যাচে। অটল বিহারী বাজপেয়ী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের আগের দিন হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ৩১ অক্টোবর ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে হবে মহিলাদের ফাইনাল ম্যাচ। মহিলা ফুটবলে অংশ নেওয়া ৪ দল হলো: পেকুছড়া লেম্বুজয় পাড়া, অ্যাথলেটিক ক্লাব তিলথৈ, জীবন ত্রিপুরা হাই স্কুল এবং রাংলং এফ সি ওমেন দল। আজ বিকেল ৪ টায় পেকুছড়া লেম্বুজয় পাড়া- অ্যাথলেটিক ক্লাব তিলথৈ এবং সন্ধ্যে ৬ টায় জীবন ত্রিপুরা হাই স্কুল- রাংলং এফ সি ওমেন দল খেলবে। দুই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
2022-10-29

