নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বায়ুদূষণ ও ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য শনিবার সকালে দিল্লিতে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাসকষ্ট তো ছিলই। এদিন সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল রাজঘাট থেকে দিল্লির সরাই কালে খান এলাকা, মথুরা রোড, বারাখাম্বা রোড ও প্রগতি ময়দান প্রভৃতি এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল খুবই খারাপ। দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় দূষণ-সূচক ছিল ৩৫৫, মথুরা রোড এলাকায় ৩৪০ ও নয়ডাতে ৩৯২। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। প্রসঙ্গত, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর। দূষণ ও ধোঁয়াশার কারণে দিল্লিতে সবথেকে বেশি সমস্যায় প্রাতঃভ্রমণকারীরা। দূষণ থেকে পরিত্রান চাইছেন তাঁরা।