পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক্টর-ট্রলি, প্রাণে বাঁচলেও দু”জন গুরুতর আহত

পুঞ্চ, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ট্রাক্টর ট্রলি। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন দু”জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার মান্ডি তালুকার অন্তর্গত পাড়ি বাজার এলাকায়।

আহতরা হলেন-আর আহমেদ ও আরশাদ খান। তাঁদের বাড়ি মান্ডি তালুকার অন্তর্গত মারনুটে। বিএসএফ-এর সহায়তায় প্রথমে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁদের পুঞ্চ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।