দাঁতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ স্থানীয়দের

মেদিনীপুর, ২৯ অক্টোবর (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুরের ধৌরজামুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ।শনিবার সকালে বিদ্যুৎ দফতরের লোকজন এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

নিহতদের নাম দুলালচন্দ্র কর ও বিষ্ণুপদ কর। মাঠে কাজ করতে গিয়েছিলেন দুলাল। সন্ধ্যা নামলেও বাড়ি না ফেরায় খুঁজতে যান ছেলে বিষ্ণুপদ। এরপর সেই মাঠ থেকে উদ্ধার করে আনা হয় বাবা, ছেলের নিথর দেহ। ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার লোকজন। একইসঙ্গে এলাকার লোকজনের অভিযোগ, প্রায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ দফতরের লোকজন ঘটনাস্থলে যান। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঠের মাঝখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ তার গিয়েছে। সেই তারের তড়িদাহত হন বাবা ও ছেলে। বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে এলাকাবাসীর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *