রাজ্যভিত্তিক সাঁতার পিছিয়ে ৫-৬ নভেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ নভেম্বর। পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৩০-তম রাজ্য ভিত্তিক সাঁতার আসর উদয়পুরস্থিত বিমল সিনহা স্মৃতি সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে। যদিও অনিবার্য কারণে বিশেষ করে স্কুলগুলোতে পরীক্ষা থাকায় রাজ্যভিত্তিক সাঁতার আজ এবং আগামীকালের পরিবর্তে ৫ দিন পিছিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য আসরে আটটি জেলা দল সঙ্গে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিটও অংশ নেওয়ার কথা রয়েছে। ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের সচিব মৃনাল কান্তি দাস এ খবর জানিয়ে আর উল্লেখ করেন, কোভিড পরিস্থিতির কারণে গত বছর রাজ্য সাঁতার হয়নি। ২০২০ সালের পর ফের রাজ্য ভিত্তিক সাঁতার হতে যাচ্ছে। সকলকে আসরে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।