মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.) : টিভি শো কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট দাখিল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এর আগে ২০২০ সালে মাদক মামলায় গ্রেফতার করা হয় এই দুই তারকাকে। তবে আপাতত জামিনে মুক্ত এই তারকা জুটি। জনপ্রিয় কমেডি শো ‘দ কপিল শর্মা শো’ তো বটেই এছাড়া বেশ কিছু টিভি শোয়ের হোস্ট হিসাবেও দেখা যায় ভারতীকে। তিনি যে টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ তা বলাই বাহুল্য।
২০২০ সালের নভেম্বর মাসে ভারতী সিংয়ের বাড়ি থেকে প্রায় ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল এনসিবি। এনসিবির পক্ষ থেকে এও জানানো হয়েছিল যে ভারতী এবং হর্ষ স্বীকার করেছেন তাঁরা এই মাদক ব্যবহার করতেন। এরপর ১৫ হাজার টাকার বন্ডে দু’দিন পর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেওয়া হয়।