সান ফ্রান্সিসকো, ২৯ অক্টোবর (হি.স.): আমেরিকার ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা। জখম স্পিকারের স্বামী পল পেলোসি। ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার স্পিকারের সান ফ্রান্সিসকোর বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। স্পিকারের স্বামীর ওপর চড়াও হয় সে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। জখম অবস্থায় পলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্পিকার ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানান, হামলাকারীকে হেপাজতে নিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পেছনে বড় কোনও ষড়যন্ত্রেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
2022-10-29