নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ কারামন্ত্রী রামপ্রসাদ পাল আজ ঊনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় কারামন্ত্রী জেলা সংশোধনাগার নির্মাণে সংশ্লিষ্ট এজেন্সিকে প্রয়োজনীয় পরামর্শ দেন৷ নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শনের আগে কারামন্ত্রী কৈলাসহরে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করেন৷ উল্লেখ্য, প্রতি ঘরে সুুশাসন অভিযানে করা দপ্তর থেকে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের সংস্কার করে নতুন রূপে গড়ে তোলা হয়েছে৷ জেলা সংশোধনাগারের কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করে কারামন্ত্রী বলেন, সংশোধনাগারে যারা থাকেন তাদের জন্যও সুুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ রাজ্যের বর্তমান সরকার সব অংশের মানুষের কল্যাণে কাজ করছে৷ উল্লেখ্য, জেলা কারাগারে এই কিচেন ও ডাইনিং হল নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লক্ষ ৭০ হাজার টাকা৷ এ উপলক্ষে জেলা সংশোধনাগারের কর্মীগণ রক্তদান করেন৷ রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, সহসভাধিপতি শ্যামল দাস, আই জি প্রিজন অদিতি মজমদার, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যবত নাথ প্রমুখ৷
2022-10-29