হাফলং (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলাকেও ড্রাগসমুক্ত করতে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ডিমা হাসাও পুলিশ প্রতিদিন পাহাড়ি এই জেলায় অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ ড্রাগস পাচারকারী ও ড্রাগস ব্যবহারকারীদের গ্রেফতার করছে। শুক্রবার সন্ধ্যায় হাফলং রেডিও স্টেশনের সামনে একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ সন্দেহযুক্ত হেরোইন সহ তিন যুবক ও দুই নাবালক সহ মোট পাঁচ ড্রাগস ব্যবহারকারীকে গ্রেফতার করেছে।
আজ শনিবার ডিএসপি বরকারি তেরাং জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিএসপি তেরাং জানান, ইতিমধ্যে হাফলং শহরে অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কিছু ড্রাগস সরবরাহকারী ও ড্রাগস ব্যবহারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ড্রাগসের বিরুদ্ধে ডিমা হাসাও পুলিশের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না-ডিমা হাসাও জেলা ড্রাগসমুক্ত হয়।