ইন্ডিগোর বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ, বিশদ তদন্তের নির্দেশ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ। এই আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। শনিবার সকালের ডিজিসিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই-২১৩১ (দিল্লি-বেঙ্গালুরু) বিমানে আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য বিশদ তদন্ত করা হবে এবং উপযুক্ত ফলোআপ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাতে উড়ান শুরুর আগেই ইন্ডিগোর ‘৬ই-২১৩১’ বিমানের ইঞ্জিনে আগুন লাগে। ‘৬ই-২১৩১’ এয়ারবাসে ওই সময় পাইলট, বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে ১৮৪ জন ছিলেন। উড়ানের সময় যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত ইঞ্জিনে আগুন লাগে। ডিজিসিএ জানিয়েছেন, বিমানের ইঞ্জিন বিকলের সংকেত মিলেছিল। বিকট শব্দ শোনা যায়। অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করেছিল। বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ডিজিসিএ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’