রাজ্যে জমির ম্যাপ উন্নতিকরণের ক্ষেত্রে ভূ-ন’া সফটওয়ার চালু করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যে এখন পর্যন্ত ৪,১০২টি রিয়াং (ব) শরণার্থী পরিবারকে পুণর্বাসন দেওয়া হয়েছে৷ আগামী ২৮ ফেবয়ারি ২০২৩ এর মধ্যে বাকী রিয়াং (ব) শরণার্থী পরিবারকে রাজ্যের চিহ্ণিত ১২টি স্থানে স্থায়ী পুনর্বাসন দেওয়ার কাজ চলছে৷ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল এই সংবাদ জানান৷ তিনি জানান, ত্রিপুরায় আশ্রিত মোট ৬,৯৫৯টি রিয়াং (ব) শরণার্থী পরিবারের মোট ৩৭,১৩৬ জন সদস্য-সদস্যা রয়েছে৷ তাদের সবাইকে চিহ্ণিত রাজ্যের ১২টি স্থানে পুনর্বাসন দেওয়া হবে৷ ভারত সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং শরণার্থীদের সংগঠন রিয়াং (ব) অর্গানাইজেশনের মধ্যে চুক্তি অনুসারে ভোটাধিকার, বিনামূল্যে রেশন কার্ড দেওয়া থেকে শুরু করে রিয়াং (ব) শরণার্থীরা যে সব সুুবিধা পাচ্ছেন এবং তাদেরকে যেসব সুুবিধা প্রদান করা হবে সেই বিষয়েও প্রধান সচিব আলোকপাত করেন৷ তিনি জানান, পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাস্তা, বিদ্যুৎ, পরিশ্রত পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি সুুবিধা থাকবে৷ তিনি জানান, রিয়াং (ব) শরণার্থীদের আর্থিক সহায়তাও ডিবিটির মাধ্যমে প্রদান করা হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান, এনএলসিপিআর প্রকল্পে খোয়াই এবং সিপাহীজলা জেলা প্রশাসনের অফিসের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে৷ এরজন্য ব্যয় হয়েছে ৪২.২০ কোটি টাকা৷ ২০২২-২৩ অর্থবছরে স্পেশাল অ্যাসিস্টেন্স প্রকল্পে ১১২টি তহশিল কাছাড়ির উন্নতিকরণ সহ ৪২টি নতুন তহশিল কাছাড়ি তৈরী করা হবে৷ ইতিমধ্যেই এই কাজ শুরু করা হয়েছে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১৪৯০টি পরিবারকে জমি বরাদ্দ করা হয়েছে৷ বাকী পরিবারগুলিকেও জমি বরাদ্দের কাজ চলছে৷ তিনি জানান, ডিআইএলআরএমপি প্রকল্পে তহশিল অফিসগুলিতে কম্পিউটারাইজেশনের ব্যবস্থা করা হচ্ছে৷ তহশিল অফিসগুলিতে ল্যাপটপ প্রদান করা হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান, রাজ্যে জমির ম্যাপ উন্নতিকরণের ক্ষেত্রে ভূ-ন’া সফটওয়ার চালু করা হয়েছে৷ রেজিস্ট্রি অফিসে জনগণের সুুবিধার্থে এনজিডিআরএস সফটওয়ার চালু করা হয়েছে৷ এছাড়াও প্রধান সচিব অনলাইন ই-সিটিজেন পরিষেবা, রাজস্ব আদালত মামলার মনিটারিং সিস্টেম, অনলাইনে ভূমি রাজস্ব প্রদান, ই-আর ও আর পরিষেবা ইত্যাদির উপরও বিস্তারিত আলোকপাত করেন৷ তিনি জানান, রাজ্যের রাজস্ব মৌজাগুলিতে রেভিশনাল সার্ভের কাজ এই বছরই শেষ করা হবে৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অনিন্দ্য ভ-াচার্য, অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ উচ্চপদস্থ আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *