কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): আগামী কিছু দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আকাশ মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে তিলোত্তমায়। তবে, ভোরের দিকে অনুভূত হবে শীতের আমেজ। তুলনামূলক ঠাণ্ডা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। দুই বঙ্গে আপাতত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা হলেও, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দুই বঙ্গে খুব একটা তাপমাত্রার পরিবর্তনও হবে না। যদিও, শনিবার একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে মহানগরীতে, সৌজন্যে শীতের আমেজও অনুভূত হয়েছে।
ছট পুজোর দিনগুলিতে কলকাতায় ভোরের দিকে কুয়াশা থাকতে পারে, কলকাতায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে, রাতের তাপমাত্রা ২৩ অথবা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। এখনই সেভাবে শীত না পড়লেও, কলকাতার তুলনায় বেশি ঠাণ্ডা অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। শীত কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অপেক্ষা করতে হতে পারে আরও কিছু দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।