দাবীতে খোয়াই থানায় স্মারকলিপি দিল নারী সমিতি
নিজস্ব প্রতিনিধি, খোয়াই,২৮ অক্টোবর৷৷ কল্যানপুরের খাস কল্যানপুরে মংগলবার ও তারও দিনকয়েক আগে কুমারঘাটে দুই নাবালিকার ধর্ষণকান্ডে সব অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটি৷ দুটি ঘটনায় অভিযুক্তদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত ও তদন্তক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্য্যকরী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়ে শুক্রবার সংগঠনের মহকুমা কমিটি খোয়াইয়ে পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷সংগঠনের মহকুমা কমিটির তরফে ৭ জনের এক প্রতিনিধিদল এদিন স্মাকলিপি তুলে দিয়েছে খোয়াই থানার ভারপ্রাপ্ত কার্য্যকারকের হাতে৷প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদিকা গৌরী পাল ও জেলা সভানেত্রী রাধা রাণী দেববর্মা৷অন্যান্যদের মধ্যে প্রতিনিধিদলে ছিলেন, নারীনেত্রী কুসুম বালা বিশ্বাস , মঞ্জু দেব, সুনীতা দত্ত,রত্না চক্রবর্তী ও হেপী চক্রবর্তী৷ সংগঠনের স্মারকলিপি গ্রহণ করে থানার ভারপ্রাপ্ত কার্য্যকারক এই মর্মে নারী নেত্রীবৃন্দকে আশ্বস্থ করেন যে, নাবালিকা ধর্ষণকান্ডে জড়িত সন্দেহে সব অভিযুক্তকেই পুলিশ জালে তোলার জন্য আপ্রাণ চেষ্টা জারী রেখেছে৷সব অভিযুক্তকেই পুলিশ জালে তুলবে৷ কাউকেই ছাড় দেওয়া হবেনা৷ তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে৷
প্রসংগত নারী নেত্রীরা পুলিশের থানাস্তরের ভারপ্রাপ্ত কার্য্যকারককে জানান যে, কল্যাণপুরের ঘটনায় পুলিশ সব অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব করছে৷ এতে পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাসে চিড় ধরেছে৷ নারীনেত্রীরা ডেপুটেশন প্রদান করার সময় পুলিশের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ আনেন যে, কুমারঘাটের নাবালিকার ধর্ষণ কান্ডে জড়িত মূল নায়ককে আড়াল করার জন্য পুলিশের একাংশ তাদের অপচেষ্টা চালাচ্ছে৷