ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে টাটা-এয়ারবাস : প্রতিরক্ষা দফতর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাস দ্বারা ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করা হবে। বৃহস্পতিবার প্রতিরক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরির কারখানার (উৎপাদন কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ৪০টি বিমান তৈরি করা ছাড়াও, গুজরাটের ভাদোদরায় এই কারখানাটি (উৎপাদন কেন্দ্র) বিমান বাহিনীর প্রয়োজনীয়তা এবং রফতানির জন্য অতিরিক্ত বিমান তৈরি করবে। অর্থাৎ এয়ারবাসের সঙ্গে অংশীদারিত্বে ভারতীয় বহুজাতিক সংস্থা টাটা গুজরাটের ভাদোদরায় ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমান তৈরি করবে।

বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সি-২৯৫ পরিবহন বিমানের প্রথম ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রনও গুজরাটের ভাদোদরায় অবস্থিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *