নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বাম ছাত্র সংগঠন এসএফআই পক্ষ থেকে মাঠে নেমে বিক্ষোভে সামিল হয়৷ এদিন এস এফ আই পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এদিন৷ এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সরকারের সমালোচনা করে বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোন আইনের শাসন নেই৷ জঙ্গলের রাজত্ব চলছে৷ কারণ প্রতিদিন রাজ্যে ছাত্রী নাবালিকা যুবতী মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে৷ আর এইগুলি সরাসরি সরকারের ঘনিষ্ঠজনেরা এবং শাসক দলের নেতৃস্থানীয়রা খুন ধর্ষণের মতো ঘটনায় মেতে উঠেছেন৷ তাই আজ এস এফ আই পুলিশের কাছে দাবি জানাতে এসেছে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় পুলিশ৷ অর্থাৎ পুলিশের যাতে হুঁশ ফিরে আসে তার জন্য প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷ পরবর্তী সময়ে পুলিশ তাদের গ্রেফতার করে এডি নগর পুলিশ কমপ্লেক্স এ নিয়ে যায়৷
2022-10-27