মুম্বই, ২৭ অক্টোবর (হি. স.) : ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সমবেতনের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানালেন মিতালি রাজ ও হরমনপ্রীত কউর ।
বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা করেছেন সচিব জয় শাহ। টিম ইন্ডিয়ায় থাকবে না আর বেতন বৈষম্য। এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা পাবেন সমান বেতন। অর্থাৎ রোহিত শর্মার টিম ইন্ডিয়ার সদস্যরা এবং হরমনপ্রীত কৌরের দল তিনটি ফরম্যাটে একই পরিমাণ ম্যাচ ফি পাবেন। বোর্ডের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ ও হরমনপ্রীত কউর ।
চলতি বছরে অবসর নেওয়া মিতালি টুইটারে লিখলেন, ” ভারতের মহিলা ক্রিকেটে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী বছরে মেয়েদের আইপিএল সহ বেতনে সমতা। আমরা ভারতের মহিলা ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করছি। বিসিসিআই এবং জয় শাহকে ধন্যবাদ। আমি আজ ভীষণ খুশি।” অন্যদিকে, অধিনায়ক হরমনপ্রীত কউর লিখলেন, “মহিলা ক্রিকেটের জন্য একটা দারুণ দিন। এবার থেকে মহিলা ও পুরুষ ক্রিকেটাররা সমান বেতন পাবেন ।