কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : গতবারের মতো এবারও ভাইফোঁটা কাটল পথে বসেই। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে বৃহস্পতিবার ৫৯২ দিনে পড়ল এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান।
উৎসবের দিনগুলো পরিবার-পরিজনেদের থেকে দূরে কাটলেও, এখনও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। এদিন ভাইফোঁটা নিতে গিয়ে কান্না ভেঙে পড়লেন এক চাকরিপ্রার্থী। ভাইফোঁটা উপলক্ষ্যে এদিন ধর্নামঞ্চে এসে আন্দোলকারীদের মিষ্টি খাওয়ালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিজেপির। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।