শনিবার থেকে বি-ডিভিশন ফুটবল, ১১ টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। সিদ্ধান্ত চূড়ান্ত। ২৯ অক্টোবর থেকেই ঘরোয়া বি- ডিভিশন লিগ ফুটবলের শুরু। মাঠ পরিবর্তিত। উদয়পুর, চন্দ্রপুর-এর অ্যাস্ট্রোটার্ফ, উমাকান্ত মিনি স্টেডিয়ামের মাঠ উদ্বোধন – সবকিছু ছাপিয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বি- ডিভিশন লিগ ফুটবল এবার হতে যাচ্ছে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আপাতত ছয় দিনের জন্য ১১টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ কমিটি। এবারকার বি-ডিভিশন লিগ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা নয়টি। দলগুলো হলো পুলিশ রিক্রিয়েশন ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি, মৌচাক ক্লাব, কেশব সংঘ, নাইন বুলেটস ক্লাব, ত্রিবেণী সংঘ, সবুজ সংঘ ও নবোদয় সংঘ। উদ্বোধনী ম্যাচ পুলিশ রিক্রিয়েশন ক্লাব খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। ওইদিন বিকেল তিনটায় দ্বিতীয় ম্যাচে কল্যাণ সমিতি খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। ৩০ অক্টোবর বেলা একটায় কেশব সংঘ বনাম নাইন বুলেটস, বিকেল তিনটায় ত্রিবেণী সংঘ বনাম সবুজ সংঘ। ৩১ অক্টোবর বেলা ১টায় পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম নবোদয় সংঘ। বিকেল তিনটায় মৌচাক ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। ১ নভেম্বর বেলা একটায় কেশব সংঘ বনাম সবুজ সংঘ, বিকেল তিনটায় নাইন বুলেটস বনাম ত্রিবেণী সংঘ। ২ নভেম্বর বেলা একটায় নবোদয় সংঘ বনাম কল্যাণ সমিতি। বিকেল তিনটায় মৌচাক ক্লাব বনাম পুলিশি রিক্রিয়েশন ক্লাব। ৩ নভেম্বর বেলা ৩ টায় নাইন বুলেটস বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রতিটি ম্যাচ ৪৫-১০-৪৫ মিনিট আকারে হবে। খেলোয়ারদের অবশ্যই নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। লিগ কমিটির সেক্রেটারি তথা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আংশিক ক্রীড়া সূচি ঘোষণা করে আরও জানিয়েছেন খেলা হবে পুরোপুরি টিএফএ-র নির্দিষ্ট রুলস অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *