ঘৃণাভাষণের দায়ে আজম খান-সহ ৩ জনের তিন বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানাও

রামপুর, ২৭ অক্টোবর (হি.স.): আপত্তিজনক ও ঘৃণ্য মন্তব্যের জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে সমাজবাদী পার্টির নেতা আজম খানের। বৃহস্পতিবার উত্তর প্রদেশের রামপুর আদালত আজম খানকে দোষী সাব্যস্ত করেছে, এরপর এদিনই সাজা ঘোষণা করা হয়। ২০১৯ সালের ঘৃণাভাষণ মামলায় আজম খান ও আরও দু’জনের ৩ বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, তিন বছর বা তার বেশি মেয়াদের জেল হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী বিধায়ক পদ খারিজ হয়।

২০১৯ সালের লোকসভা ভোটে রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন আজম খান। ভোটের প্রচারে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রামপুরের জেলাশাসক অনুজেন্দ্র সিংহের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে আদালত। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (গোষ্ঠীগত শত্রুতা বাড়ানো), ৫০৫-১ (প্ররোচণামূলক মন্তব্য করে অস্থিরতা সৃষ্টি)-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আজমকে। দোষী সাব্যস্ত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার দুপুরে রামপুর আদালতের বিচারক আজম খানকে দোষী সাব্যস্ত করেছে। বিকেলেই সাজা ঘোষণা করা হয়।