কলমচৌড়ায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে বাগবের পাঁচনালিয়া এলাকায় প্রায় ৪টি বাগানের মোট চল্লিশ হাজার গাঁজার চারা গাছ ধবংস করা হয়৷এই চারা গুলির উপযুক্ত সময়ে ফলন আসলে বাজারমূল্য হত প্রায় ১  কোটি  টাকা বলে জানান প্রশাসনের অধিকারিকরা৷ কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও  বিএস এফের ১৫০ ব্যাটেলিয়ান এর উর্ধতন অফিসারদের কাছে খবর আসে বাগবের এলাকায়  প্রচুর পরিমানে গাঁজা চাষ করছে  গাঁজা চাষীরা৷ এদিনের অভিযানে ছিল পুলিশ, বি এস এফ ও টিএসআর বাহিনী৷  জানা যায় বাগবের বন দফতরের ভূমিতে গাজা চাষীরা বুক ফুলিয়ে গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে৷ বুধবার শেষ রক্ষা হলনা৷  পুলিশ জানায় আগামী দিনেও  এই ধরনের অভিযান জারি থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *