ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। ত্রিপুরার ইন্দ্রানী দাস জোড়া স্বর্ণপদক পেয়েছে। তানিয়া দাস ও উমা বেগমও পেয়েছে একটি করে স্বর্ণপদ। খেলো ইন্ডিয়া মহিলাদের টুর্নামেন্টে রাজ্যের জুডোকা-রা বেশ সাফল্য পেয়েছে। তিনটি স্বর্ণপদকসহ সাতটি পদক নিঃসন্দেহে বিশাল সাফল্য ত্রিপুরা দলের। নয়া দিল্লিতে আয়োজিত খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো ন্যাশনাল লীগ রেংকিং টুর্নামেন্টে রাজ্যের ৬ জন জুডোকা সাব জুনিয়র ও ক্যাডেট বিভাগে অংশ নিয়েছিল। উল্লেখ্য, তাদের ছয় জনই হচ্ছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষণার্থী।সাব জুনিয়র অনূর্ধ্ব ৩২ কেজি ক্যাটাগরিতে ইন্দ্রানী দাস স্বর্ণপদক পেয়েছে। পূর্বাঞ্চল আসরেও ইন্দ্রানী স্বর্ণপদক পেয়েছিল। এছাড়া, তানিয়া দাস ও উমা বেগম পেয়েছে একটি করে স্বর্ণ পদক। প্রিয়াঙ্কা দাস এবং সুহেতা দাস দুজনে একটি করে রৌপ্য পদক পেয়েছে। এছাড়া, আকাঙ্ক্ষা ঘোষ একটি এবং নাজমা আক্তার দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। উদায়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী হিসেবে সকল জুডোকাদের সাফল্যে সংশ্লিষ্ট কোচ এবং কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ও খেলোয়াড়দের ভূয়ষী প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।