কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : পার্ক সার্কাস এলাকার বন্ধ সিনেমা হলে আগুন লাগে। এই হলের নাম পার্ক শো হাউস। এটি একটি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল । সিনেমাহলটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
মাল্টিপ্লেক্স চালু হওয়ার পর থেকে এখানে চলচ্চিত্রের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর থেকে তালাবদ্ধ রয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিনেমা হলে হঠাৎ করে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সেখান থেকে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, মাসখানেক আগেও একই সিনেমা হলে আগুন লেগেছিল এবং আবারও সেখানেই আগুন লাগলো। সিনেমা হল ভেঙে এখানে প্রমোটিংয়ের জন্য লাগাতার চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এর জেরেই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।

