ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। হাতে বাকি আর দুই মাস। বিসিসিআই-এর উদ্যোগে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে অনূর্ধ্ব ১৫ জাতীয় মহিলা ক্রিকেটে খেলতে নামবে ত্রিপুরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে বিষয়টি আরও দু মাস আগে জানানো হলেও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ নিয়ে চূড়ান্ত কোন উদ্যোগ বা সিদ্ধান্ত নিতে পারেনি। নতুন কমিটি এ বিষয়ে শিবির করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এক প্রেস বিবৃতিতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ জানিয়েছেন ২০০৭ এর পয়লা সেপ্টেম্বর থেকে ২০০৯ এর ৩১ আগস্ট সময়ের মধ্যে যাদের জন্ম, সেই ক্রিকেটাররা এই অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে খেলতে পারবে। আগামীকাল থেকে অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেটারদের প্রাথমিক বাছাই শিবির শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগরতলার এমবিবি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেটারদের আগামীকাল সকাল দশটায় এমবিবি স্টেডিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, একই সময়ে এবং একই দিনে বিভিন্ন মহকুমাতেও অনূর্ধ্ব ১৫ মেয়েদের ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে সংবাদ সূত্রে জানা গেছে।
2022-10-25