মেসি-বেঞ্জেমাদের ম্যাচে ড্রোন হামলার ছক আইএসের!

মাদ্রিদ, ২৫ অক্টোবর (হি. স.) : এবার সামনে এল নৃশংস জঙ্গী সংগঠন আইএসের ফুটবল মাঠকে রক্তাক্ত করার পরিকল্পনা। ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন ড্রোন হামলার পরিকল্পনা নেওয়া হয়। এমনই তথ্য সামনে এসেছে ।

জানা গেছে, ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন ড্রোন হামলার জন্য বার্সেলোনায় বসবাসকারী, মহম্মদ ইয়াসি আরমানি নামে এক বার কর্মীকে এই পরিকল্পনা বাস্তবায়নের ভার দেওয়া হয়। যদিও ফুটবল মাঠে হামলার ছক ভেস্তে যায়। তার আগেই বার্সেলোনা পুলিশের জালে ধরা পড়ে আরমানি। সম্প্রতি তাকে তিনবছরের জন্য জেলে পাঠিয়েছে স্প্যানিশ আদালত। যে সময় এই ড্রোন হামলার ছক কষা হয়েছিল তখনও বার্সেলোনায় খেলছেন লিওনেল মেসি।

ঘটনাটি ২০২০ সালের। সে বছর মার্চ মাস বার্সেলোনায় বসবাসকারী যুবক মহম্মদ ইয়াসি আরমানি ফেসবুকে জিহাদ ঘোষণা করে পোস্ট করে। এরপরই আরমানির সঙ্গে যোগাযোগ করে আইএস রিক্রুটার। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আরমানির সঙ্গে শুরু হয় কথাবার্তা। টেলিগ্রাম মারফত ওই যুবককে একটি ড্রোন হামলার নির্দেশ দেওয়া হয়। ওই আইএস জঙ্গীর নির্দেশ ছিল, ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো চলাকালীন আরমানিকে বিস্ফোরক ভর্তি ড্রোন উড়িয়ে দিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। এতে নাকি মদ্যপান-সহ অতীতে যা যা ‘পাপ’ করেছে সব ধুয়ে গিয়ে জন্নতে ঠাঁই হবে তার। তবে ওই সময় স্পেন করোনা আতঙ্কে কাঁপছে। লকডাউন চলছিল এবং সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল ফুটবল মাঠ। যে কারণে এই হামলার জন্য কোনও নির্দিষ্ট দিন দেওয়া হয়নি।

স্প্যানিশ ফুটবলের দুই পাওয়ার হাউস বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলের ম্যাচে (যা সাধারণত এল ক্লাসিকো নামে পরিচিত) স্টেডিয়াম ভর্তি থাকে কানায় কানায়। ৯৯ হাজার দর্শকাসন বিশিষ্ট ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো চলাকালীন হামলার ছক অবশ্য ভেস্তে যায়। ২০২০ সালের মে মাসে আরমানিকে বার্সেলোনার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এতদিন বিচার প্রক্রিয়া চলার পর সোমবার স্প্যানিশ আদালত মহম্মদ ইয়াসি আরমানিকে তিনবছরের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে ড্রোন হামলার পরিকল্পনা এবং নির্দেশে সায় দেওয়ার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *