তারকেশ্বর, ২৫ অক্টোবর (হি.স.) : হুগলির তারকেশ্বরে আলুর হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।
সূত্রের খবর, এদিন দুপুর ওই হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের রিফিল করার সময় একটি সিলিন্ডার ফেটে যায়। সেই সময় খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিষাক্ত গ্যাসের সেই গন্ধ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। পরে মারা যান তিনি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও তারকেশ্বর থানার পুলিশ। জল দিয়ে ফেটে যাওয়া সিলেন্ডারটি নিস্তেজ করা হয়। ইতিমধ্যে পঞ্চায়েত, বিডিও ও পুলিশের তরফ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েত উপ প্রধান।