হোয়াইট হাউসে ধুমধাম করে উদযাপিত দীপাবলি, প্রদীপ প্রজ্বলন করলেন বাইডেন

ওয়াশিংটন, ২৫ অক্টোবর (হি.স.): হোয়াইট হাউসে ধূমধাম করে উদযাপিত হল আলোর উৎসব দীপাবলি। হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাইডেন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠান পালন করা হলেও প্রথমবার এত ধুমধাম করে পালন করা হল দীপাবলির অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ বিশিষ্ট জনেরা। হোয়াইট হাউসের তরফে শেয়ার করা একটি ছবিতে বাইডেনকে দীপাবলির অনুষ্ঠানে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। হোয়াইট হাউসের রিটুইট করা একটি ভিডিওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুষ্ঠানে সামিল থেকে আতশবাজি ফাটাতেও দেখা গিয়েছে।

প্রায় ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নাচ ও গানে মেতে উঠেছিলেন হোয়াইট হাউসে উপস্থিত সকলেই। বলিউডের গানে নাচ আর ভারতীয় সেতারবাদক ঋষভ শর্মার সুরের মূর্চ্ছনায় দীপাবলির সন্ধ্যা অন্য মাত্রা পেয়েছিল। ভারতীয় পোশাকেই সেজে উঠেছিলেন এদিনের অতিথিরা। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ভবনে দিওয়ালির অনুষ্ঠান পালন করতে পেরে যারপরনাই খুশি হয়েছেন ভারতীয় আমেরিকানরা। অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *