আত্মনির্ভর হওয়ার সঙ্কল্প নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

কার্গিল, ২৪ অক্টোবর (হি.স.): আত্মনির্ভর হওয়ার সঙ্কল্প নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে কার্গিলে সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের জওয়ানরা যখন স্বদেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন তখন তারা শুধুমাত্র গর্ববোধই করবে না, বরং শত্রুকে পরাস্ত করার জন্য বিস্ময়ের উপাদানও থাকবে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বর্তমানে দেশ ঔপনিবেশিকতার শিকল ভেঙে এগিয়ে যাচ্ছে। রাজপথের নাম পরিবর্তন করে কার্তব্যপথ রাখা এই সংকল্পেরই প্রতীক। সাম্রাজ্যবাদ থেকে দূরে সরে যাওয়ার আরেকটি পদক্ষেপ নৌবাহিনীর নতুন চিহ্ন। নৌ চিহ্ন এখন ছত্রপতি শিবাজীর বীরত্বের প্রতীক। বর্তমানে সমগ্র দেশ ভারতের ক্রমবর্ধমান শক্তির দিকে তাকিয়ে আছে। যেহেতু আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি, ভবিষ্যতে এই বৃদ্ধি ধরে রাখা গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *