দলীয় কর্মীর গ্রেফতারিতে সরব হুগলির বিজেপি নেতা, পাল্টা আক্রমণ তৃণমূলের

হুগলি, ২৩ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করার গ্রেফতার হলেন বিজেপি কর্মী সৌরভ ভট্টাচার্য। সৌরভের গ্রেফতারি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে বিজেপিকে। শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ ।

তিনি বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। যোগ্য লোক চাকরি পাচ্ছে না। অযোগ্য লোককে চুরি করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে রাতের অন্ধকারে পুলিশ গুন্ডামি করছে। কিছু বলা যাবে না। বিজেপি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা আগামীতেও করব। এর জন্য মিথ্যা মামলা দেবে পুলিশ এটা জানি। তবু আমরা পিছু হটব না।”

পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল নেতা অরিন্দম গাঙ্গুলী বলেন, “বিজেপির ওই কর্মীর যে মন্তব্য করেছেন মমতার বিরুদ্ধে তা কখনওই মানা যায় না। এই বিজেপির থেকে মানুষ আর কী আশা করবে। এদের কথা বার্তা থেকেই পরিষ্কার বিজেপির আসল সংস্কৃতি কী। এ ধরনের মন্তব্যের তীব্র ধিক্কার জানাই।“–হিন্দুস্থান সমাচার / কাকলি

অবসরপ্রাপ্ত সেনাকর্মীর খোঁজে কালজানিতে শুরু তল্লাশি
শামুকতলা, ২৩ অক্টোবর (হি.স.) : আলিপুরদুয়ারে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া অবসরপ্রাপ্ত সেনাকর্মীর খোঁজে কালজানি নদীতে তল্লাশি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মীর খোঁজে নদী এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে ।

আলিপুরদুয়ার ২ ব্লকের উত্তর পারোকাটা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মীর নাম ইন্দ্র রায় (৫৭)। শনিবার দুপুর নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলে কালজানি নদীতে স্নান করতে নামেন তিনি। তাঁকে জলে ডুব দিতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণ পর তাঁর আধার কার্ড এবং বিভিন্ন কাগজপত্র জলে ভেসে ওঠে। তা দেখে তড়িঘড়ি তাঁর বাড়িতে খবর দেন স্থানীয়রা। তারপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। এরপরই শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানান তাঁর পরিবারের লোকেরা।

পুলিশ জানিয়েছে, কালজানি নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। নিখোঁজের অভিযোগ জমা হওয়ার পর নদী এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *