বিজয়ওয়াড়া, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার সকালে বিজয়ওয়াড়ার গান্ধীনগরের জিমখানা মাঠে আতশবাজির দোকানে আগুন লেগে দু’জনের মৃত্যু হয়েছে।
গান্ধীনগরের জিমখানা মাঠে বাজির স্টল বসানো হয়েছিল। বিজয়ওয়াড়ায় আতশবাজির দোকানে আগুন লাগার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, এই বছরের জুনে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় আতশবাজি উৎপাদন ইউনিটে আগুন লাগার পরে তিনজন মারা গিয়েছিল এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।