জম্মু, ২৩ অক্টোবর (হি.স.) : উধমপুর জেলার চানাইনি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ২১.৫ কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। ট্রাকে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা হয়। আফগানিস্তান থেকে আমদানি করা এই হেরোইন আপেলের বাক্সের মাঝখানে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
রবিবার এডিজি জম্মু মুকেশ সিং বলেন, ট্রাকটিকে চিনানি চেকপোস্টে তল্লাশির সময় থামানো হয়েছিল। ট্রাকটি কাশ্মীর থেকে জম্মু যাচ্ছিল। সন্দেহভাজন চালককে জিজ্ঞাসাবাদ করে ট্রাকে তল্লাশি চালালে ১৮ প্যাকেট হেরোইন পাওয়া যায় যার ওজন প্রায় ২১.৫ কেজি। পুলিশ ট্রাক চালক কুলবিন্দর সিংকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে কোটি টাকা বলা হচ্ছে।