পটনা, ২২ অক্টোবর (হি.স.) : বিহারের সীমাঞ্চল ও সরণের পর এবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দুর্গ নালন্দায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বরে নালন্দায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নালন্দায় বুথ সভাপতিদের একটি বড় সম্মেলনে ভাষণ দেবেন।
এরপর বুথ সভাপতি ও কর্মীদের সঙ্গে বৈঠক করে দলের নির্বাচনী কৌশল ঠিক করবেন অমিত শাহ। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল এ খবর জানিয়েছেন। রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল বলেন, আগামী ডিসেম্বরে নালন্দায় বুথ সভাপতিদের একটি বড় সম্মেলন হবে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন এবং সম্মেলনের পরে তিনি বুথ সভাপতিদের সাথে বৈঠক করবেন। তাঁর আগমনের প্রস্তুতির জন্য আমরা আজ নালন্দায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি।
তিনি বলেন, দলের লক্ষ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৬টিরও বেশি আসন জিতবে। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ণিয়া, ভোজপুর ও শরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নালন্দায় বুথ সভাপতিদের সভায় ভাষণ দেবেন।

